নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ অর্কপ্রভ রায়। এই মুহূর্তে স্টার জলসার 'দুই শালিক'-এ 'দেবা'র চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেতা।
শুটিংয়ের ফাঁকে কী করেন অর্কপ্রভ? কেমন কাটে তাঁর অবসর? আজকাল ডট ইন-কে তিনি বলেন, "অবসর খুব কম পাই। যেদিন ছুটি থাকে অনেকক্ষণ ঘুমাই। কারণ ঘুম খুব প্রিয় আমার। গিটারে নতুন সুর তোলার চেষ্টা করি। টুকটাক লেখালেখি চলে। সেইসঙ্গে এখন নতুন চেষ্টা চলছে অডিও স্টোরি বানানোর। যদিও কোনও অনলাইন চ্যানেল বা ওয়েব প্ল্যাটফর্মের জন্য নয়, এটা শুধুমাত্র নিজের জন্য।"
অভিনেতার কথায়, "অভিনয় করার আগে সহ পরিচালক হিসেবে বহুদিন মুম্বইয়ে কাজ করেছি। এখন সময়ের অভাবে পরিকল্পনা থাকলেও আর এগোনো হচ্ছেনা। তবে নতুন কিছু ভাবনা আছে। ২০১৪ সালে লেখা আমার একটা গল্প আছে, ছোট ছবি বানানোর জন্য। এখন তো থ্রিলার ঘরানার ছবিই বেশি তৈরি হচ্ছে, তবেআমার ছবিতে দর্শক কমেডির ছোঁয়া পাবেন। সুযোগ হলে নিজের ছবিতে নিজেই অভিনয়ও করতে পারি। তবে সবটাই সময়ের উপরে নির্ভর করছে।"
অর্কপ্রভর কথায়, "এছাড়াও ছুটির দিনে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করি। ছুটিটা উপভোগ করতে চাই। তবে আমি ব্যস্ত থাকতে খুব ভালবাসি। মনে হয়, ব্যস্ততাই আমার পরিচিত।"
